পরিবার নামক শব্দের সাথে আমাদের অনেক আবেগ –অনুভূতি জড়িয়ে আছে । আর তাই পরিবার কল্পনাও আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ । বৈজ্ঞানসম্মত উপায়ে পরিবার কল্পনা সবার কাছে গ্রহনযোগ্য করে তোলাই পরিবার পরিকল্পনা পদ্ধ্বতির একমাত্র লক্ষ্য হওয়া উচিত। পরিবার পরিকল্পনা বলতে শুধু...
স্বাস্থ্য যখন অনেকগুলো ভাগে বিভক্ত ,তখন আমাদের সব স্বাস্থ্যের প্রতিই যত্নবান এবং শ্রদ্ধাশীল হওয়া জরুরী । প্রজনস্বাস্থ্য কে সুরক্ষিত রাখতে যেমনি প্রজনন অংগপ্রত্যংগ সম্পর্কে জানতে হবে ,যত্ন নিতে হবে, ঠিক তেমনি পরিপূর্ন এবং শ্রদ্ধাশীল...
Spread the love...
প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব ,সামাজিক কুসংস্কার ও কম গ্রহনযোগ্যতা , পারিবারিক শিক্ষার অভাব ও ত্রুটিজনিত শিক্ষা ব্যাবস্থা এবং অবিবাহিতদের জন্য অপর্যাপ্ত প্রজনন স্বাস্থ্যসেবার কারনে আজ অনেকেই বাধার সম্মুখীন হচ্ছেন ।বিশেষত অবিবাহিতরা প্রয়োজন অনুযায়ী...
যৌনরোগ এবং যৌন সংক্রামক রোগকে সাধারণত বিজ্ঞানের ভাষায় এসটিডি (সেক্সুয়ালী ট্রান্সমিটেড ডিজিস) বলা হয়শ। এটি এমন একটি রোগ যা এসটিডি আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুখ, মলদ্বার, যোনি বা লিঙ্গ জনিত যৌন ক্রিয়াকলাপ থেকে আপনি একটি যৌন রোগে...
আমাদের বিভিন্ন শারীরিক এবং মানষিক কার্যক্রম সংগঠিত হওয়ার পেছনে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন ভূমিকা পাল করে এবং কাজ করে ,সেটাকে বলা হয় হরমোন । হরমোন হলো এক প্রকারের সংকেত অনু (সিগনালিং মলিকিউল) ,যা আমাদের শরীরে বিভিন্ন গ্ল্যান্ড এর মাধ্যমে তৈরী হয় । পরবর্তীতে...
Recent Comments