ছেলেদের ছেলে হয়ে বেড়ে উঠা

খুব ছোটবেলা থেকে আমাদের মধ্যে ছেলে এবং মেয়ের পার্থক্যটা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়া হয়। এই যেমন আমাদের খেলনার কথাই চিন্তা করা যাক। একটা মেয়েকে বেশির ভাগ ক্ষেত্রেই খেলনা সামগ্রী হিসেবে রান্না ঘরের হাড়ি –পাতিল, পুতুল, ঘর সাজানোর উপকরন হাতে  ধরিয়ে দেয়া হয়। আর একটা ছেলেকে...

মেয়েদের মেয়ে হয়ে বেড়ে উঠা

খুব ছোটবেলা থেকে আমাদের মধ্যে ছেলে এবং মেয়ের পার্থক্যটা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়া হয়  ।এই যেমন আমাদের  খেলনা সামগ্ররী কথাই চিন্তা করা যাক । একটা মেয়েকে বেশির ভাগ ক্ষেত্রেই খেলনা হিসেবে রান্না ঘরের হাড়ি –পাতিল ,পুতুল ঘর সাজানোর উপকরন হাতে  ধরিয়ে দেয়া হয়।আর একটা...

স্বপ্ন দোষ- দোষের না

মানুষ হিসেবে বড় হতে গিয়ে আমরা কখন জানি ছেলে অথবা মেয়ে হিসেবে বড় হয়ে যাই । যদিও এই পার্থক্যটা খুবই স্বাভাবিক। কিন্তু বয়ঃসন্ধিকালে আমাদের শারীরিক এবং মানষিক পরিবর্তনকে আমরা খুব সহজ ভাবে মেনে নিতে পারিনা । আমাদের সাথে কেউ খোলামেলা আলোচনা করে না ।আমরা লজ্জা পাই ।অনেক...

প্রজনন স্বাস্থ্য

স্বাস্থ্য যখন অনেকগুলো ভাগে বিভক্ত ,তখন আমাদের সব স্বাস্থ্যের প্রতিই যত্নবান এবং শ্রদ্ধাশীল হওয়া জরুরী । প্রজনস্বাস্থ্য কে সুরক্ষিত রাখতে যেমনি প্রজনন অংগপ্রত্যংগ সম্পর্কে জানতে হবে ,যত্ন নিতে হবে, ঠিক তেমনি পরিপূর্ন এবং শ্রদ্ধাশীল যৌন  সম্পর্ক প্রজনন স্বাস্থ্যকে...

নারীদের প্রজনন স্বাস্থ্য এবং মাস্টারবেসন

  স্বাস্থ্য যখন অনেকগুলো ভাগে বিভক্ত ,তখন আমাদের সব স্বাস্থ্যের প্রতিই যত্নবান এবং শ্রদ্ধাশীল হওয়া জরুরী । প্রজনস্বাস্থ্য কে সুরক্ষিত রাখতে যেমনি প্রজনন অংগপ্রত্যং সম্পর্কে জানতে হবে ,যত্ন নিতে হবে, ঠিক তেমনি পরিপূর্ন এবং শ্রদ্ধাশীল শারীরিক সম্পর্ক প্রজনন...

অনিরাপদ গর্ভপাত

যখন “গর্ভপাত” শব্দটি শুনেন, তখন  আপনার মনের মধ্যে কেমন অনুভূতি হয়? মুদ্রার এক পিঠ বলে যে এটি প্রত্যেকটি মেয়ের অধিকার এবং একই মুদ্রার অন্য পিঠ বিপরীত  কথা বলে  – কারন কিছু মেয়েদের জন্য, এটি যথেষ্ট ভীতিকর এবং আপত্তিকর। অবিবাহিত বয়স্কদের একটি বড় দল আছেন বাংলাদেশে,...