আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন তৈরী হয়ে থাকে । গ্রোথ হরমোন এবং লৈঙ্গিক হরমোন (growth and sex hormones) তার মধ্যে অন্যতম এবং এসব হরমোন আমাদের শরীরের বিভিন্ন অংগপ্রত্যংগ এবং কোষের মধ্যে বার্তা প্রদান করে , যোগাযোগ স্থাপন করে আর এভাবেই বিভিন্ন শারীরিক এবং মানষিক কার্যকলাপ সংগঠিত হয় ।
লৈঙ্গিক হরমোন এক ধরনের স্টেরয়েড হরমোন ( steroid hormones)।এই সেক্স হরমোন তৈরি হয়ে থাকে টেস্টিস (testes)।লৈঙ্গিক হরমোনগুলি প্রজনন ফাংশন এবং যৌন বিকাশে “দায়বদ্ধ” এবং কার্যকরী ভূমিকা পালন করে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হলো মহিলা লৈঙ্গিক হরমোন এবং অ্যান্ড্রোজেন (Androgen) হলো পুরুষ লৈঙ্গিক হরমোন।
এখন আমরা জানবো পুরুষ লৈঙ্গিক হরমোন (Male Sex Hormone) সম্পর্কে । প্রধানত পুরুষ লৈঙ্গিক হরমোন পুরুষ প্রজননতন্ত্রের মাধ্যমে আমাদের শরীরে তৈরী করা হয়। ছেলেদের শরীরে প্রধানত যে ধরনের অ্যান্ড্রোজেন (Androgen বা male sex hormones) তৈরী হয় , সেগুলো হলো প্রাথমিক হরমোন যা পুরুষ প্রজননতন্ত্রের বিকাশ কে তরান্বিত করে।
সুতরাং মেইল সেক্স হরমোন বা পুরুষের লৈঙ্গিক হরমোন কে একসাথে অ্যান্ড্রোজেন (Androgens) বলে । অ্যান্ড্রোজেন (Androgens) অনেক বেশি পরিমানে ছেলেরদের শরীরে পাওয়া গেলেও অল্প পরিমানে মেয়েদের শরীরেও পাওয়া যায় ।
সামগ্রিকভাবে অ্যান্ড্রোজেন (Androgens) অনেক ধরনের হয়ে থাকে । বিভিন্ন ধরনের অ্যান্ড্রোজেন (Androgens)গুলো হলো :
- Dehydroepiandrosterone(DHEA):
- Androstenedione:
- Testosterone
- 5-alpha-Dihydrotestosterone(DHT):
- Androstenediol: Androsterone
সামগ্রিকভাবে এই অ্যান্ড্রোজেন (Androgens) গুলোর প্রধান কাজ হলো :
১) পুরুষ প্রজনন অঙ্গ-প্রত্যংগ এবং যৌন বৈশিষ্ট্য এর বিকাশ, রক্ষণাবেক্ষণ, এবং কার্যপ্রনালী সম্পাদন করা।
২) সাধারনত এন্ড্রোজেন শরীরের আমিষ সংশ্লেষণ এ সাহায্য করে (প্রোটিন সিনথেসিস)
৩) শুক্রাণুর বিকাশ উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয়
৪)বর্ধমান অ্যান্ড্রোজেন এর স্তর বয়ঃসন্ধির সূত্রপাত করে
৫)চর্বি জমার কাজে সহায়তা করে যা পরবর্তীতে শক্তিতে রুপান্তরের কাজে ব্যাবহৃত হয়।
বাধা
৬) কঙ্কালপেশী বৃদ্ধি করার কাজে সহায়তা করে
৭)হাড়ের সুস্বাস্থ্যের জন্য উপকারী
৮) মস্তিষ্ক এবং আচরণের উপর প্রভাব: মেজাজ নিয়ন্ত্রণ করে
এদের মধ্যে ,টেস্টোস্টেরন( Testosterone) হলো প্রধান এন্ড্রোজেন ,যেটা টেস্টিস (testes) এর মাধ্যমে ছেলেদের শরীরে নির্গত হয় ।
১) টেস্টোস্টেরন হলো প্রাথমিক লৈঙ্গিক হরমোন যা পুরুষের প্রজনন তন্ত্র এবং প্রজনন বৈশিষ্ট্যগুলোকে বিকাশ করে
২) এছাড়াও ছেলেদের পেশী এবং হাড় কে বৃদ্ধি করতে গুরুত্ত্বপূর্ন ভূমিকা পালন করে।
৩) ছেলেদের শরীরের বিভিন্ন স্থানে লোম গজায় , সেটার জন্য ও এই টেস্টোস্টেরন ( Testosterone অনেক বেশি দায়ী
৪)এছাড়াও কাধের বিস্তৃতি এবং বিকাশে সাহায্য করে
৫)এই হরমোন বয়সন্ধিকাল থেকে বড় হওয়ার প্রক্রিয়ায় কন্ঠস্বরকে পরিবর্তন করে এবং পরিনত করে ।
৬) পুরুষ প্রজনন তন্ত্রের প্রধান অংগ পেনিস কে পরিনত করে।
এছাড়াও আরেক ধরনের পুরুষ লৈঙ্গিক হরমোন আছে ,যাকে এন্ড্রোসটেন্ডাইওন (Androstenedione) বলে যা কিনা টেস্টোস্টেরন (testosterone) এবং ইস্ট্রোজেন ( estrogens) এর অগ্রদূত (precursor) হিসেবে কাজ করে ।
৭)এছাড়া ইনহিবিন (Inhibin) নামে আরেক ধরনের লৈঙ্গিক হরমোন আছে যা শুক্রাণুর কোষের বিকাশ এবং নিয়ন্ত্রণের সাথে জড়িত।
এসব এন্ড্রোজেন/ লৈঙ্গিক হরমোন এর মধ্যে টেস্টোস্টেরন(Testosterone) and ডাইহাইড্রোটেস্টস্টেরন (DHT) হলো সবচেয়ে বেশি শক্তিশালী অ্যান্ড্রোজেন।
- টেস্টোস্টেরন: পুরুষ প্রজননতন্ত্রের কাঠামো গঠনের সাহায্য করে।
- ডাইহাইড্রোটেস্টোস্টেরন: বাহ্যিক যৌনাঙ্গের(মূত্রনালী, প্রোস্টেট, পেনিস, স্ক্রোটাম
গঠনে ভূমিকা পালন করে ।
কোনো কারনে যদি এই এন্ড্রোজেন রিসেপ্টর এ (androgen receptor)ভারসাম্যহীনতা দেখা দেয় ,তাহলে অনেক সময় প্রস্টেট ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যন্সার হয়ে থাকে । আর এই কারনেই লৈঙ্গিক হরমোন তৈরীর প্রক্রিয়া এবং এর সাথে জড়িত কার্যপ্রনালী খুবই গুরুত্ত্বপূর্ন । এর সাথে খাদ্যাভাস ও ঠিক করতে হবে ,যাতে করে হরমোন ঠিকমত তৈরী হতে পারে ,মানষিক চাপে হরমোন তৈরীর প্রক্রিয়া ব্যাহত না হয় এবং প্রজনতন্ত্র সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় বিকাশিত হয় ।
Recent Comments