যোনি (vagina) কে বার্থ ক্যানাল (Birth Canal) বলা হয়ে থাকে যা জরায়ুকে একজন মহিলার শরীরের বাইরে অংশের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। জরায়ু স্ত্রী প্রজনন তন্ত্রের একটি অন্যতম প্রধান অঙ্গ।জরায়ু একটি হরমোন প্রতিক্রিয়াশীল অঙ্গ। বিভিন্ন সময়ে বিভিন্ন হরমোন ক্ষরণের দ্বারা এর কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হয়। গর্ভধারণ কালে ফিটাস জরায়ুর অভ্যন্তরে বড়ো ও বিকশিত হয়। ইউটেরাস বা জরায়ু শব্দটি মূলত চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়, অপরদিকে দৈনন্দিন ব্যবহারে মূলত ওম্ব বা গর্ভথলি শব্দটি প্রাধান্য পায়। ইংরেজিতে জরায়ুকে বহুবচনে uteruses (ইউটেরাসেস) বা uteri (ইউটেরি) বলে।
জরায়ুর প্রান্তদেশ মোট তিনটি। একটি সারভিক্সে এসে শেষ হয়, যা যোনিতে গিয়ে উন্মুক্ত হয়। অপর দুটি প্রান্ত জরায়ুর উভয় পাশে দুই ফেলোপিয়ান নালিতে উন্মুক্ত।
যাঁদের জরায়ুতে ক্ষত আছে, তাঁদের যোনি পথে জন্মদানের সময় ঝুঁকি মোটামুটি প্রতি ১২,০০০ জনে ১ জন। শিশুমৃত্যুর ঝুঁকি প্রায় ৬%।উন্নয়নশীল দেশের মানুষ আরও বেশি আক্রান্ত হন এবং সেক্ষেত্রে ফলাফল খারাপ।আর তাই পিরিয়ডের সময় এবং এমনকি অন্যান্য সাধারন সময়েও মেয়েদের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত ,যাতে করে জরায়ুতে কোনো ইনফেকশন না হয়, জরায়ু এবং এর সাথের অন্যান্য অংগপ্রত্যংগ সুস্থ্য থাকে। একজন নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষিত রাখারা প্রথম ধাপই হতে পারে জরায়ুর সুস্থতা নিশ্চিত করা।
Recent Comments